বোকা মানুষের কথা

বোকা মানুষের কথা

Size
Price:

Read more


বোকা মানুষের কথা

যে মানুষটা তোমাকে খুব বেশি ভালোবাসে, খুব বেশি প্রায়োরিটি দেয়...সে মানুষটাকে কখনো অবহেলা করো না। তাকে অবহেলা করছো মানে হলো নিজের জন্য অবহেলাকে তুমি নিজেই আমনন্ত্রন জানিয়েছো! কারো প্রায়োরিটি পেতে হলে তাকেও প্রায়োরিটি দিতে হয়।

যে মানুষটা তোমায় ভালোবাসে বলে তাকে অবহেলা করতে করতে তার ভিতরের মনটাকে দুমড়ে-মুচড়ে খান খান করে দিয়েছো! তুমি দেখবে একদিন সেই মানুষটা ঠিকই তোমার অবহেলাকে পাশ কাটিয়ে অন্য একজনকে ভালোবেসে হাতে হাত রেখে তোমার সামনে দিয়ে হাঁটবে। তখন তুমি হা করে তাকিয়ে অবাক হয়ে লক্ষ্য করে দেখবে তোমার অবহেলাতে তার কিচ্ছু আসে যায় না!

এমন একটা সময় আসবে যখন সে আর তোমার খোঁজ নিবে না, ফোন দিবে না, মেসেজ দিবে না। বরং তুমি একদিন নিজে তাকে মেসেজ বা ফোন করতে গিয়ে দেখবে তুমি তার ব্লক লিষ্টে আছো! সে নিজেকে নিজের মাঝে গুটিয়ে নিবে, যা করতে তুমিই তাকে বাধ্য করেছো! আসলে অবহেলা পেতে পেতে একটা সময় অবহেলিত মানুষটাও অবহেলা করতে শিখে যায়।

কি অদ্ভূত একটা ব্যাপার তাই না?

তুমি তখন তার অপেক্ষায় থাকবে। আর সে ফিরে তাকানোর কথাও ভাববে না! তুমি নিজেই তাকে এমন বানিয়ে দিয়েছো। তোমার অবহেলা তাকে কঠোর হতে বাধ্য করেছে! অবহেলা এমন একটা জিনিস যেটা মানুষের নরম হৃদয়টাকেও পাথর বানিয়ে দিতে খুব বেশি সময় নেয় না!

এমন একটা সময় আসবে যখন তুমি তার ভালোবাসাটা অনুভব করবে। তখন তাকে খুব করে ফিরে পেতে চাইবে। তার ভালোবাসা পাওয়ার জন্য উম্মাদ হয়ে থাকবে। তাকে আপন করে নিতে চাইবে। তার জন্য রাত জাগবে, অপেক্ষা করবে, ছটফট করতে করতে দিন-রাত এক করে ফেলবে!
কিন্তু তার কোনো মায়া হবে না তোমার জন্য...বিশ্বাস করো, একটুও মায়া হবে না!

কারণ তুমি তাকে এতটা কষ্ট দিয়েছো, এতটা আঘাত করেছো যে সেসব দিয়ে তুমি তার হৃদয়টা ফুটো করে দিয়েছো। সেই ফুটো দিয়ে সব মায়া, ভালোবাসা পালিয়ে যায়! একটুও জমে না, একটুও না!
হাজারও অগ্নি পরীক্ষা দিয়েও তার এই ফুটো হৃদয়ে তুমি তোমার জন্য বিন্দুমাত্র মায়া সৃষ্টি করাতে পারবে না! এর জন্য দায়ী কেবল তুমি, শুধুই তুমি!

যাকে ভালোবাসবেই তাকে এতো পরীক্ষা, অবহেলা করবে কেন? ভালোবাসা কোনো জ্যামিতি নয় যে প্রমান করতে হবে! ভালোবাসার কোনো পরীক্ষা হয় না, পরীক্ষা করেও ভালোবাসার প্রমান পাওয়া যায় না! ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে। যেটা বোঝার জন্য একটা বিশুদ্ধ মনের দরকার। আর সেটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি কখনো ভালোবাসা পাবার যোগ্য না!

একটা কথা মনে রেখো...অবহেলার জন্য যে ভালোবাসা হারিয়ে যায়, শত চেষ্টার পরেও তা আর ফিরে পাওয়া সম্ভব না।

মানুষ সময় থাকতে কারো মূল্য বোঝে না। যখন সে মানুষটা হারিয়ে যায় তখন তার মূল্য বোঝে। আর যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয় যায়। তখন আর কিছুই করার থাকে না!

তাই একটা কথাই বলবো, কাউকে অবহেলা করো না। পৃথিবীটা গোলাকার। আজ তুমি যাকে অবহেলা করছো, সেও তোমাকে একদিন অবহেলা করবে। দিন সবার জন্যই আসে!
✏ আনোয়ারুল করিম

1 Reviews

Contact form

Name

Email *

Message *